১০ বছরের মধ্যে ব্রিটেন হবে মুসলিমপ্রধান দেশ

লিখেছেন লিখেছেন তাজুল ইসলাম ১৯ মে, ২০১৩, ১০:৩৫:২৭ রাত

আগামী ১০ বছরের মধ্যেই ব্রিটেন মুসলিমপ্রধান দেশে পরিণত হতে পারে। দেশটিতে খ্রিস্টানদের সংখ্যা দিন দিন উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় এ সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ২০১১ সালের সমন্বিত এক গবেষণার ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে- আগামী দশকে ব্রিটিশ খ্রিস্টানরা নিজেদের একটি সংখ্যালঘু জাতি হিসেবে পরিচয় দেবে।

গবেষণা ফলাফলে আরো বলা হয়েছে- ৫৩ লাখেরও কম ব্রিটিশ এখন তাদেরকে খ্রিস্টান হিসেবে পরিচয় দেয়। গত এক দশকে ব্রিটেনে সামগ্রিকভাবে জনসংখ্যা বাড়লেও খ্রিস্টানদের সংখ্যা কমেছে শতকরা ১৫ ভাগ। অন্যদিকে, একই সময়ে ব্রিটেনে মুসলমানদের সংখ্যা বেড়েছে শতকরা ৭৫ ভাগ এবং অভিবাসী হয়ে দেশটিতে গেছে প্রায় ছয় লাখ মুসলিম।

ব্রিটেনে যেখানে গড়ে ২৫ বছর বয়সি মুসলমান যুবকই ইসলাম ধর্ম পালন করে সবচেয়ে বেশি, সেখানে খ্রিস্টানদের মধ্যে ৪৫ বছর বয়সের লোকজন বেশি ধর্ম পালন করে।

এদিকে, ব্রিটেনে নাস্তিকের সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্য হারে। এ সংখ্যা গত এক দশকে বেড়েছে শতকরা ১০ ভাগ এবং ৬৪ লাখ ইংরেজ বলেছে- কোনো ধর্মে তাদের বিশ্বাস নেই। ন্যাশনাল সেক্যুলার সোসাইটির নির্বাহী পরিচালক কিথ পোর্টিয়াস উড ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফকে বলেছেন, যে হারে বিশেষ করে তরুণদের মধ্যে খ্রিস্টানদের সংখ্যা কমে যাচ্ছে তা থামানো যাবে না। সূত্র : আইআরআইবি

আর আমরা মুসলিম দেশ হয়ে এ দেশকে হিন্দুস্থান বা নাস্তিকবাদী দেশ গড়ার সপ্ন দেখছি/ বড়ই আফসোস মুসলিম জাতির জন্য।

http://www.dailyinqilab.com/details_news.php?id=109146&&%20page_id=%205

বিষয়: বিবিধ

১৩৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File